নাবা প্লাস্টিকন (High Range Concrete Admixture)

নাবা প্লাস্টিকন এর ব্যবহার বিধিঃ


সাধারণত প্রতি ৫০ কেজি সিমেন্টের সাথে ৩০০ থেকে ৬০০ মি. লি. নাবা সুপারকন ব্যবহার করতে হয়।
* বিশেষভাবে: বেইজমেন্ট ফ্লোরে প্রতি ৫০কেজি সিমেন্টে ২০০-২৫০ মি. লি.। রিটেইনিং ওয়াল, ওয়াটার ট্যাংক,
* ওভারহেড পানির ট্যাংকে প্রতি ৫০কেজি সিমেন্টে ২৫০-৩০০ মি. লি.। সুইমিং পুলে প্রতি ৫০কেজি সিমেন্টে
* ৪০০-৫০০ মি. লি.। ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণে প্রতি ৫০ কেজি সিমেন্টে ৩০০-৫০০ মি. লি।
* এডমিক্সারে ভালো কার্যকারিতা পাওয়ার জন্য মিক্সার মেশিনে পানি দেয়ার পর অনুপাত অনুযায়ী নাবা সুপারকন দিতে
হবে। পানি দেয়ার পূর্বে শুকনা সিমেন্ট, বালি ও খোয়ায় এডমিক্সার না দেয়া ভালো।

নাবা প্লাস্টিকন ব্যবহার এর সুবিধাসমূহঃ


* উচ্চ মাত্রার পানি প্রতিরোধক  হিসেবে কাজ করে।
* অবকাঠামোর ঘনত্ব বৃদ্ধি করে।
* কার্বনেশন প্রতিরোধে কার্যকরী ফলে রডে মরিচা ধরেনা।
* স্থায়ীত্ব, ঘনত্ব  ভর বৃদ্ধি করে।
* স্বল্প সময়ে শক্তিশালী অবকাঠামো নির্মাণে সহায়তা করে ফলে নির্মাণ ব্যয় কমে যায়।
* কংক্রিট উপকরণগুলোর মধ্যে ছিদ্র ও শূণ্যস্থান দূর করে ফলে বিল্ডিংয়ে ফাউন্ডেশন ও অবকাঠামো শক্তিশালী হয়।
* কংক্রিটের ক্ষয় রোধ করে এবং কংক্রিটকে টেকসই করে ফলে বিল্ডিং দীর্ঘস্থায়ী হয়।